১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

ঈদগাও-বাইশারী সড়কে ৩ যাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা

index

রামু উপজেলার ঈদগড় ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যস্থান থেকে ৩ ব্যাক্তি অপহৃত হয়েছে। সোমবার ০৮জুন সকাল ৯টার দিকে পানেরছড়া নামক ঢালা স্থান থেকে অস্ত্রধারী ৭/৮ মুখোষ পরিহিত দুর্বৃত্তরা তাদের সিএনজি গাড়ি থেকে তুলে নিয়ে যায়। গাড়ি চালক মো: রশিদসহ অন্যযাত্রীরা জানান, সোমবার সকালে বাইশারী বাজার থেকে সিএনজি গাড়ি নং- কক্সবাজার থ-১১-০৪১৭নং গাড়িটি ঈদগাও যাওয়ার পথে পানেরছড়া নামক ঢালায় পৌছলে অর্তকিত অবস্থায় অস্ত্রধারীরা গাড়ি থেকে নামিয়ে ৩জনকে জিম্মী করে নিয়ে যায়। এরা হলেন বাইশারী ইউনিয়নের যৌথ খামার পাড়ার কালা মিয়ার ছেলে নুর মোহাম্মদ, গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আজিজুল হক ও অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান অপহরণের সময় মাত্র ২০/৩০ গর্জ অদূরে ঈদগড় টহল পুলিশ ডিউটিরত থাকলেও অপহরণের খবর পেয়ে তারা এগিয়ে আসেনি।
এদিকে ঈদগড় পুলিশ ফাঁিড় ইনচার্জ এএসআই মো: আবুল হাসেম এর সাথে যোগাযোগ করা হলে তিনি অপহরণের সত্যতা স্বীকার করে বলেন, ‘দুইজন উপজাতী অপহরণ হয়েছে বলে শুনেছি’ এ ঘটনায় তাদের উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলে তিনি দাবী করেন।
অপহৃত নুর মোহাম্মদের ছোট ভাই মো: রফিক এ প্রতিবেদককে জানান, সকালে তার ভাই ঈদগাও যাওয়ার পথে সিএনজি থেকে অজ্ঞাত ব্যক্তিরা ধরে নিয়ে যায়। পরে সকাল ১১টার পর নুর মোহাম্মদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তিরা ৪লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছে। এ সংবাদ লিখাপর্যন্ত অপহৃতদের উদ্ধারে পুলিশের বিশেষ কোন দল ঘটনাস্থলে পৌছায়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।