২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ     ●  কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ   ●  মহেশখালীতে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ    ●  জেএস‌আরের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ কে অপপ্রচার বলে দাবি সভাপতি জসিমের   ●  ‘দশ হাজার ইয়াবা গায়েব, আটক  সিএনজি জিডিমূলে জব্দ

ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার শহর শাখার পূর্ণাঙ্গ গঠন

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ মে (জুমাবার) বিকালে শহরের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।
কমিটি গঠনকল্পে আয়োজিত এ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার  জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী। প্রধান বক্তা ছিলেন, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান, কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী। বিশেষ বক্তা ছিলেন, জেলা ইসলামী ছাত্রসমাজের ছাত্রকল্যাণ  সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু।
শহর শাখার সদস্য সচিব হুজাইফা মাহমুদের সভাপতিত্বে এ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত এ  পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। শহর শাখায় দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মুহাম্মদ তারেকুর রহমান, সহ-সভাপতি রবিউল করিম,  সাধারণ সম্পাদক হুজাইফা মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নোমান বিন কামাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আমজাদ, অর্থ সম্পাদক কাউছার ইকবাল, সহ-অর্থ সম্পাদক নাজমুল হাসান শিহাব, প্রচার সম্পাদক ফাহিম ফয়সাল রিফাত, সহ-প্রচার সম্পাদক মোহাইমিন ইবনে নেছার, পাঠাগার ও সাহিত্য সম্পাদক ওয়াহিদুর রহমান মাহিন, দপ্তর সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য  ফরিদুল আলম, আব্দুর রাজ্জাক, ইয়াহিয়া মুন্না রিয়াদ, মেহেদী হাসান, তারেকুর রহমান, এনামুল হক, সাঈদুল ইসলাম, আরমান হোসেন, আব্দুর রহিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।