১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২ | ১২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

ইন্টার্ন চিকিৎসক পরিষদ ২০১৫-২০১৬ সেশনের নতুন কার্যকরী কমিটি গঠিত

Entern Doctors Pic
২০১৫ সালের জানুয়ারিতে কক্সবাজার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করা ২৭ জন নতুন ডাক্তারের প্রত্যক্ষ ভোটে ২০১৫-২০১৫ সেশনের সভাপতি নির্বাচিত হয় ডা. রিপন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় ডা. সালাহউদ্দিন। গতকাল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের রুমে একটা সাধারণ সভার মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার বিএমএ সভাপতি ডা. অরূপ দত্ত বাপ্পী।
উল্লেখ্য, কমেক এ এটি ইচিপের ২য় কার্যকরি কমিটি। আগামী ১বছরের জন্য দায়িত্ব পাওয়া এই কমিটির মাধ্যমে পরিচালিত হবে ইন্টার্ন ডাক্তারদের সকল কার্যক্রম। নবনির্বাচিত কমিটি আগামী ১বছরের জন্য তাদের কর্মপরিকল্পনা ঘোষণা করে। নিজের অধিকার আদায়, ডাক্তারদের সুযোগ সুবিধা বৃদ্ধি, গরীব দুঃস্থদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অসহায় রোগীদের জন্য পুয়র ফান্ড গঠন, হাসপাতালের গরীর কমর্চারীদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় সহায়তা এ বিষয়গুলো প্রাধান্য দিয়ে নতুন কার্যকরী কমিটি কাজ করে যাবে আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তারা কক্সবাজারের সকল স্তরের মানুষের সাহায্য চেয়েছেন। অতীতের সকল না পাওয়া ভুলে সকলের সহযোগিতার এই নতুন কার্যকরী কমিটি আনতে চায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের কিছু সাংগঠনিক পরিবর্তন, যার মাধ্যমে উপকৃত হবে কক্সবাজারের আপামর জনসাধারণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।