১০ জুলাই, ২০২৫ | ২৬ আষাঢ়, ১৪৩২ | ১৪ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

ইন্টার্ন চিকিৎসক পরিষদ ২০১৫-২০১৬ সেশনের নতুন কার্যকরী কমিটি গঠিত

Entern Doctors Pic
২০১৫ সালের জানুয়ারিতে কক্সবাজার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করা ২৭ জন নতুন ডাক্তারের প্রত্যক্ষ ভোটে ২০১৫-২০১৫ সেশনের সভাপতি নির্বাচিত হয় ডা. রিপন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় ডা. সালাহউদ্দিন। গতকাল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের রুমে একটা সাধারণ সভার মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার বিএমএ সভাপতি ডা. অরূপ দত্ত বাপ্পী।
উল্লেখ্য, কমেক এ এটি ইচিপের ২য় কার্যকরি কমিটি। আগামী ১বছরের জন্য দায়িত্ব পাওয়া এই কমিটির মাধ্যমে পরিচালিত হবে ইন্টার্ন ডাক্তারদের সকল কার্যক্রম। নবনির্বাচিত কমিটি আগামী ১বছরের জন্য তাদের কর্মপরিকল্পনা ঘোষণা করে। নিজের অধিকার আদায়, ডাক্তারদের সুযোগ সুবিধা বৃদ্ধি, গরীব দুঃস্থদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অসহায় রোগীদের জন্য পুয়র ফান্ড গঠন, হাসপাতালের গরীর কমর্চারীদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় সহায়তা এ বিষয়গুলো প্রাধান্য দিয়ে নতুন কার্যকরী কমিটি কাজ করে যাবে আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তারা কক্সবাজারের সকল স্তরের মানুষের সাহায্য চেয়েছেন। অতীতের সকল না পাওয়া ভুলে সকলের সহযোগিতার এই নতুন কার্যকরী কমিটি আনতে চায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের কিছু সাংগঠনিক পরিবর্তন, যার মাধ্যমে উপকৃত হবে কক্সবাজারের আপামর জনসাধারণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।