১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

ইথিওপিয়ায় ময়লার স্তুপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৮

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় একটি বিশালাকারের ময়লার স্তূপ ধসে নিহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, শনিবার রাতে এ ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অন্তত ১৫০ জন মানুষ ছিলেন। ময়লার স্তূপের কাছে থাকা বেশ কয়েকটি অস্থায়ী ঘর ময়লার নিচে চাপা পড়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। শহরের এক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানান, নিহতদের অনেকেই শিশু।

পুরো রাজধানীর ময়লা এখানে স্তূপ করে রাখা হতো। প্রায় ৫ দশক ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। অনেক মানুষই জীবিকার জন্য ময়লা থেকে জিনিসপত্র কুড়িয়ে থাকেন। অনেকেই কয়েক বছর ধরে সেখানে স্থায়ীভাবে বাস করছিলেন।

স্থানীয় বাসিন্দা তেবেজু আসরেস এপিকে জানান, ধসে তার ঘর চাপা পড়েছে। ধসের সময় তার মা ও বোন ঘরে ছিলেন।

ইথিওপিয়া সরকার এই ময়লার স্তূপের পাশে আফ্রিকার প্রথম ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে। ময়লা পুড়িয়ে এ বিদ্যুৎ উৎপাদন করা হবে।

সূত্র: বিবিসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।