১ জানুয়ারি, ২০২৬ | ১৭ পৌষ, ১৪৩২ | ১১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর

আহমদ শফীর মাধ্যমেই কওমী মাদরাসার স্বীকৃতি দিবেন প্রধানমন্ত্রী

Sheikh Hasina 1প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদরাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি আহমদ শফীর মাধ্যমে বাস্তবায়ন করতে চান। সে জন্য সকল আলেম-ওলামাকে আহমদ শফীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার গণভবনে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)’র সভাপতি ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আহমদ শফীর চিঠি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার পর এমন মনোভাব প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যায় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের প্রতিনিধি দল শাহ আহমদ শফীর চিঠি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। ৯ সদস্যের এই প্রতিনিধি দল বেফাক সহ-সভাপতি আশরাফ আলীর নেতৃত্বে সন্ধ্যা ৬টা থেকে ৮ টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

বৈঠকের শুরুতেই আহমদ শফী পুত্র হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা আনাস মাদানী প্রধানমন্ত্রীকে চিঠিটি পড়ে শোনান।

প্রধানমন্ত্রী মনযোগের সঙ্গে চিঠি শোনার পর বলেন, কওমি সনদের স্বীকৃতি বিষয়ে সবার মুরব্বি অভিভাবক শাহ আহমদ শফীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। বেফাক ও আল্লামা আহমদ শফীর চিন্তার বাইরের আলেমদেরও এ ঐক্য প্রক্রিয়ায় যোগদানের জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নূরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুনির আহমদ ও মাওলানা মঞ্জুরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।