১২ নভেম্বর, ২০২৫ | ২৭ কার্তিক, ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

আ’লীগ নেতা সাইফুদ্দিনের খুনি আশরাফুল পুলিশ হেফাজতে, মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের আবাসিক হোটেল কক্ষে হাত বেঁধে ছুরিকাঘাত করে আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিনকে হত্যাকারি সেই সাদা পাঞ্জাবি পরিহিত এবং মুখে মাস্ক দেয়া  যুবক আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশের একটি টিম। মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের চৌকস টিম  হোয়াইক্ষ্যং এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল)  মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে অন্য স্থান থেকে  সাইফুদ্দিনের মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম কক্সবাজার শহরের  ইসলামপুর, দক্ষিণ পাহাড়তলি এলাকার মো. হাশেস প্রকাশ কাসেম মাঝির ছেলে।
গত রবিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সাদা পাঞ্জাবি পরিহিত এবং মুখে মাস্ক দেয়া এক যুবককে সাথে নিয়ে এই সাইফুদ্দিন হলিডে মোড়ের একটি হোটেলে যান। যে যুবককে রাত ৮ টা ১০ মিনিটের পর ওই কক্ষ ত্যাগ করে একাই চলে গেছেন। হোটেলটির সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই দৃশ্যের যুবককে শনাক্ত করে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। হত্যার ঘটনা নিয়ে  দিনভর নিহত সাইফুদ্দিনের কথিত শ্যালক নয়নকে নিয়ে  আলোচনা চলছেও সন্ধ্যার পর থেকে নতুন আলোচনায় আসছে  কক্সবাজার শহরের  ইসলামপুর, দক্ষিণ পাহাড়তলি এলাকার আশরাফুল ইসলামের নাম। অনেকের দাবি, সিসিটিভি ফুটেজে ধরা  যুবকটি আশরাফুল। সে পাহাড়তলী এলাকার ওয়ামী একাডেমীর ছাত্র। স্থানীয় ও গনমাধ্যমে উঠে আসা সেই আশরাফুলকে ধরতে জেলা পুলিশ বিশেষ টিম মাঠে নামে। মঙ্গলবার রাতেই  অবশেষে পুলিশ তাকে  গ্রেফতার করেন।
এদিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আশরাফুল ইসলামকে গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। ওই ভিডিও ফুটেজে রোববার মাগরিবের নামাজের পর সাইফুদ্দিনকে খুন করার বিষয়ে তাকে স্বীকারোক্তি দিতে শোনা যায়।
নিহত সাইফুদ্দিন (৪৫) কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকার অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবুল বশরের ছেলে।
তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা ছাত্রলীগসহ নানা ইউনিটের সাবেক ছাত্রনেতা ছিলেন। বর্তমানে প্রাক্তন ছাত্রলীগ পরিষদ কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।