২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৬ আশ্বিন, ১৪৩২ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

আলীকদমে ৪ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে দেশীয় তৈরি এলজি উদ্ধার, আটক ৩

পার্বত্য বান্দরবানের আলীকদমে দীর্ঘ ৪ ঘন্টা শ্বাসরুদ্ধ অভিযানের পর তিন জনকে আটক করেছে আলীকদম থানা পুলিশ। এসময় একটি দেশীয় তৈরি এলজি ও তিনটি এসএমজি সদৃশ্য কাঠের তৈরি ডামি বন্দুক উদ্ধার করা হয়। আলীকদম থানচি সড়কের আলোঝিরি চন্দ্রমনি কারবারী পাড়া এলাকায় আলীকদম থানার অফিসার্স ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ও এস আই খাইরুল ওয়ারা রবিন এর নের্তৃত্বে রবিবার ভোর চারটা পনের মিনিটে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলেন, চন্দ্রমনি কারবারী পাড়ার বাশিয়া ত্রিপুরার ছেলে কেতং ত্রিপুরা (৪১), থিংকু পাড়া এলাকার চারগেয় ত্রিপুরার ছেলে ক্যমং ত্রিপুরা (৪৮) ও প্রভাত পাড়া এলাকার চন্দ্রহা ত্রিপুরার ছেলে ছবিরাম ত্রিপুরা (২৫)।
আলীকদম থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানটি পরিচালনা করি। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধিন আছে। মামলা রেকর্ড করার কাজ শেষ হলেই তাদেরকে আদালতে সোফর্দ করা হবে।
উল্লেখ্য যে, বিগত কয়েক বছর যাবত আলীকদম-থানচি সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা নৃসংশ খুন, ধর্ষন ও অপহরণের মত জঘন্য ঘটনা ঘটে আসছে। সম্প্রতি আলীকদমে ঘটে যাওয়া বেশ কয়েকটি হত্যাকান্ডে ত্রিপুরা সন্ত্রাসীদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।