৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

আরও ২৫০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন কুতুবদিয়ার ওসি

নিজস্ব প্রতিবেদকঃ নভেল করোনা ভাইরাস সঙ্কটে কক্সবাজার জেলা জুড়ে চলছে অঘোষিত লকডাউন। সরকারি ছুটির পাশপাশি লকডাউনের কবলে কর্মহীন হয়ে পড়েছে কুতুবদিয়া দ্বীপের শ্রমজীবী মানুষও। খাদ্য সঙ্কটে রয়েছে দিনমজুর ও দরিদ্র মানুষরা। এসব মানুষের মুখে খাবার তুলে দিতে ধনবান মানুষের পাশাপাশি এগিয়ে এসেছে থানা পুলিশ।

কুতুবদিয়া বড়ঘোপ এলাকার নতুনভাবে আরও ২৫০টি পরিবারের মধ্যে কুতুবদিয়া থানা পুলিশ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

জানা যায়, হোটেল সমুদ্র বিলাস কতৃপক্ষ এর সার্বিক সহযোগিতায় পবিত্র রমজান মাসে করোনা সঙ্কট মোকাবেলায় (২৫ এপ্রিল) দুপুরে এসব খাদ্য বিতরণ করা হয়েছে।

এর আগে কুতবদিয়া থানা পুলিশের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার একাধিক ইউনিয়নের প্রায় দেড় হাজারেরও অধিক দরিদ্র মানুষের ঘরে ঘরে ওসি মো. দিদারুল ফেরদৌস নিজেই খাদ্য সামগ্রী পৌঁছে দেন। পাড়া-মহল্লার যেসব দরিদ্র মানুষ আসতে পারেননি তাদের আবার ওসি রাতের আধারেই থানা পুলিশের সহায়তায় বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, ‘কক্সবাজার পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় প্রতিদিন বিভিন্ন এলাকায় গিয়ে হতদরিদ্র মানুষের মাঝে নিজেই খাদ্য বিতরণ করে যাচ্ছি। একেক দিন একেক স্থানে গিয়ে কর্মহীন দরিদ্রদের মাঝে বিতরণ করে থাকি।’ এছাড়া এ পর্যন্ত কয়েক হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি।’

ওসি ফেরদৌস আরো বলেন, ‘যখন খাবার নিয়ে মানুষের কাছে যাই। তখন বোঝা যায় অনেক মানুষ অনাহারে আছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে সামান্য হলেও এই খাদ্য পেয়ে তারা খুব খুশি হয়। এই সঙ্কটের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দরিদ্রদের জন্য কুতুবদিয়া থানার পক্ষ থেকে খাদ্য সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে (ইনশাল্লাহ)।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।