২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

আবারও বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ আরাফাত সানির

arafat-sunny-220161130163627
গত ২৮ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচের ১৯তম ওভারের প্রথম বলটি নিয়েই যতো প্রশ্ন আম্পায়ারদের। ম্যাচ শেষে রেফারির কাছে দেয়া রিপোর্টে আম্পায়াররা জানান, ওই ম্যাচে আরাফাত সানির একটি ডেলিভারি তাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে।

বিপিএলে যেহেতু বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পরও সেই বোলারের নিষিদ্ধ হওয়ার কোনো আইন নেই। সেটা একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়ার পর। তাই আরাফাত সানির এ আসরে বোলিং করা নিয়ে সংশয় নেই।

তবে আরাফাত সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়ে বিসিবি পরিচালক ও বিপিএল ট্যাকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জাগো নিউজকে জানান, ওয়েস্ট ইন্ডিজের কেভিন কুপার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পরও এবারের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন। তবে আগামীবার থেকে আমরা বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার ব্যাপারে আরো কঠোর হবো। কারো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে ভিডিও ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হবে। আর প্রশ্নবিদ্ধ বোলার রিপোর্টেড হলে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

তিনি আরো যোগ করেন, এবার যেহেতু নির্দিষ্ট কোনো আইন ও পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা ছিল না। তাই আম্পায়াররা কেভিন কুপার ও আরাফাত সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ করলেও আমরা তাদের নিষিদ্ধ ঘোষণা করতে পারছি না। কারণ আমাদের কাছে পর্যাপ্ত ভিডিও ফুটেজ ও ভিভিন্ন অ্যাঙ্গেলে বোলিং অ্যাকশন পরখ করার প্রয়োজনীয় উপকরণ নেই।

প্রসঙ্গত, ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে তাসকিন আহমেদের সঙ্গে বোলিং নিষিদ্ধ হয়েছিল আরাফাত সানির। এরপর অস্ট্রেলিয়ার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন দুজনই। এবার ঘরের মাঠে আরাফাত সানির একটি ডেলিভারি প্রশ্নবিদ্ধ হওয়ায় ধারণা করা হচ্ছে, সানি যে আর্মার ডেলিভারি (সোজা বল) দিয়ে থাকেন সেই ডেলিভারিতে তার হাত হয়তো ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।