২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আধুনিক ও অবাধ তথ্য প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার মাধ্যমে এগিয়ে যাচ্ছে শিশুবান্ধব স্কুল বর্ণমালা


চকরিয়া পৌরসভার থানা সেন্টারে অবস্থিত উপজেলার একমাত্র শিশু বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমিতে তিনদিন ব্যাপি ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ব্যাপক অনুষ্ঠানমালার মাধ্যমে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।
বর্ণমালা একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য আমিনুর রশিদ দুলালের সভাপতিত্বে ও একাডেমীর শিক্ষক সিরাজুল গণি ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া বিশ^বিদালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক পদ্মলোচন বড়–য়া, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, দিগরপানখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুজিবুল হক বিএসসি, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ সেন্টু চৌধুরী, পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, বর্ণমালা একাডেমির অধ্যক্ষ নুরুল হোছাইন ও উপাধ্যক্ষ সরওয়ার উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আলমগীর চৌধুরী বলেন, শিশুদের মননশীল, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে বর্ণমালা একাডেমি অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এ প্রতিষ্ঠান একেবারে ব্যতিক্রম ধর্মী। তিনি পৌরসভার পক্ষ থেকে এ প্রতিষ্ঠানের জন্য সহযোগিতার আশ^াস দেন।
আজ ১৮ ফেব্রুয়ারী শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ এবং প্রধান বক্তা থাকবেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সভাপতি আলহাজ জাফর আলম এমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বর্ণমালা একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য আমিনুর রশিদ দুলাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।