১০ সেপ্টেম্বর, ২০২৫ | ২৬ ভাদ্র, ১৪৩২ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

আটক রাজ্জাক ফিরবে এ সপ্তাহেই: বিজিবি প্রধান

razzak_thereport24

মিয়ানমার বর্ডার পুলিশের হাতে আটক নায়েক আব্দুর রাজ্জাককে এ সপ্তাহেই ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ।

 

মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজকে সন্ধ্যার কিছু আগে আমরা বিজিপির কাছ থেকে পতাকা বৈঠকে বসার একটি চিঠি পেয়েছি। এই চিঠিতেই রাজ্জাককে ফেরত দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।”

এর আগে বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সাগরে উদ্ধার হওয়াদের ফিরিয়ে নেওয়ার শর্ত দিয়েছিল মিয়ানমার।
রোহিঙ্গাদের নিয়ে টানাপড়েনের মধ্যে গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বিজিবির নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। তখন বিপ্লব নামে একজন বিজিবি সদস্য গুলিবিদ্ধও হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর ঢাকায় মিয়ানমারের দূতকে তলব করে; বিজিবি সদস্যকে ফেরতের পদক্ষেপ নিতে বলা হয় তাকে।

এরপর বিজিবির পক্ষ থেকে কয়েক দফা পতাকা বৈঠকের উদ্যোগের কথা বলা হলেও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সাড়া না পাওয়ায় তা আর হয়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

সরকারি সফর শেষে মঙ্গলবার দুপুরে দেশে আসেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ডের প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ।

তার আসার খবর পেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার পক্ষ থেকে আব্দুর রাজ্জাকের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে যোগাযোগের চেষ্টা করি। এরপর বিকালের দিকে মিয়ানমারের পক্ষ থেকে আমাদের কাছে একটি চিঠি আসে, যাতে স্পষ্ট তারিখ উল্লেখ করে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।”

“তারা বলেছেন, লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে ওই বৈঠকে ৮/১০ জন তাদের পক্ষ থেকে উপস্থিত থাকবেন। এরপরই আমরা টেকনাফের কমান্ডিং অফিসারকে প্রধান করে পাঁচ জনের একটি প্রতিনিধি দল গঠন করেছি।”

পতাকা বৈঠকের তারিখ জানতে চাইলে তিনি জানান, আগামীকাল না হলেও এ সপ্তাহেই তারা বসছেন।
বিজিপির ফেইসবুক পেইজে এরই মধ্যে নায়েক রাজ্জাকের দুটো ছবি প্রকাশ করা হয়, যাতে তাকে রক্তাক্ত অবস্থায় হাতকড়া হাতে দেখা যায়।

এ অবস্থায় রাজ্জাকের স্ত্রী আসমা বেগম গত রোববার সকালে এক পুত্র সন্তানের জন্ম দেন। বিষয়টি সংবাদের শিরোনাম হলে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মিয়ানমারের সমালোচনা করেন অনেকে। জাতীয় সংসদেও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন একজন আইনপ্রণেতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।