১৬ আগস্ট, ২০২৫ | ১ ভাদ্র, ১৪৩২ | ২১ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা

আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া থানায় ১৪ দিনের রিমান্ড শেষে পেকুয়া থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। আজ বুধবার (২ জুলাই) একটি মামলার রিমান্ড শুনানি শেষে তাঁকে পেকুয়া পাঠানো হতে পারে বলে জানা গেছে।
গত ১৮ জুন চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালত, চকরিয়া থানার পাঁচটি এবং পেকুয়া থানার দুইটি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর মধ্যে চকরিয়ার পাঁচটি মামলায় ১৪ দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ বুধবার পেকুয়ার দুটি মামলায় তাঁকে ৪ দিনের রিমান্ডে পেকুয়া থানায় নেওয়া হবে।

এদিকে সাবেক এমপি জাফর আলমরে আদালতে হাজির করার খবরে আদলত প্রাঙ্গনে কয়েক দফা উত্তেজনা দেখা দেয়। গত ১৮ মে, ২১ মে এবং ১৮ জুন চকরিয়া আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে। অপরদিকে, ১৮ জুন এমপি জাফরের মুক্তির দাবিতে মিছিল করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রশাসনের একাধিক সূত্র জানায়, জাফর আলমকে প্রথমে নিরাপত্তা ঝুঁকির কারণে পেকুয়া থানায় না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে হঠাৎ করেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তাঁকে পেকুয়া নেওয়া হবে।

সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনেও বলা হয়েছে তাঁকে পেকুয়া থানায় নেওয়া হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাঁর নিরাপত্তা ঝূঁকি রয়েছে।

জাফর আলমের পরিবারের দাবি, ৬৯ বছর বয়সী, পিত্তথলি অপসারণ করা এবং উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসে ভুগছেন—এমন একজন সিনিয়র সিটিজেন ও সাবেক এমপিকে টানা ১৮ দিন রিমান্ডে রাখা অমানবিক ও নজিরবিহীন। তাঁদের অভিযোগ, একজন প্রভাবশালী সিনিয়র নেতার প্রভাবে আদালত ও প্রশাসন বিবেকবর্জিত সিদ্ধান্ত নিয়েছে।

পরিবার আরও জানায়, পেকুয়া থানার নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে, রিমান্ড চলাকালে বিএনপি ও যুবদলের দুইজন সিনিয়র নেতা থানায় প্রবেশ করে মব সন্ত্রাস চালানোর পরিকল্পনা করেছে। থানাটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বাড়ির নিকটবর্তী হওয়ায় নিরাপত্তা ঝুঁকির একটি বড় কারণ বলে মনে করছেন তাঁরা।

এ ছাড়া পেকুয়ায় কোনো মানসম্পন্ন হাসপাতাল না থাকায় জাফর আলমের স্বাস্থ্যগত নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে।

এমপি জাফরের পরিবারের পক্ষ থেকে তাঁকে জেলগেটে অথবা প্রয়োজনে চকরিয়া বা কক্সবাজার সদর থানায় জিজ্ঞাসাবাদ করার দাবী জানানো হয়।

প্রসঙ্গতঃ এর আগে সাবেক সাংসদ জাফর আলম ঢাকায় চার দিনের রিমান্ডে ছিলেন।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।