২১ অক্টোবর, ২০২৫ | ৫ কার্তিক, ১৪৩২ | ২৮ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

আজ চুনতির ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিলের আখেরী মোনাজাত


আজ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার চুনতির ১৯ দিন ব্যাপী সীরত মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্টিত হবে।। সারাদিন ব্যাপী এবং শুক্রবার ভোর রাত ৩ টা পর্যন্ত মাহফিলের কার্যক্রম চলবে। বিভিন্ন জায়গা থেকে আগত বক্তারা চুনতী শাহ মঞ্জিল সীরাত ময়দানের এ মাহফিলে ওয়ায়েজ পরিবেশন করবেন। সমাপনী দিবসের শেষ অধিবেশন বাদে এশা থেকে শুরু হয়ে ভোর রাত ৩টা পর্যন্ত চলবে। উক্ত সমাপনী অদিবেশনে না’আতে রসূল (সঃ) পেশ করবেন মুহাম্মদ শাহেদুল করিম খান। প্রকৃত আওলিয়া কিরামের পরিচয়। বানিয়ে সীরত হযরত শাহ্ সাহেব কেবলা (রহঃ)এর কারামতপূর্ণ জীবনের বিভিন্ন দিক আলোচনা নিয়ে ওয়ায়েজ পরিবেশন করবেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন সাহেব। মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম বিষয়ে ওয়ায়েজ পরিবেশন করবেন, শরীয়া বোর্ড ইসলামিক ব্যাংক ঢাকা’র সাবেক মহাসচিব মাওলানা মুখলিছুর রহমান সাহেব। “তোমরা পরিপূর্ণরুপে ইসলামের মধ্যে প্রবেশ কর” আল্লাহ তা’আলার এ বাণী’র ব্যাখ্যা এবং আয়াতের আলোকে আমাদের করণীয় বিষয়ের উপর ওয়ায়েজ পরিবেশন করবেন প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি সাহেব, ঢাকা। বিজ্ঞানময় কুর’আনে বির্ণত বিজ্ঞান বিষয়ক আয়াত সমূহের পর্যালোচনা বিষয়ে ওয়ায়েজ পরিবেশন করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জুমু’আ পূর্ব আলোচক মাওলানা খন্দখার মাহবুবুল হক সাহেব। এছাড়াও যথাক্রমে ওয়ায়েজ পরিবেশন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার সাহেব। ঢাকার উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা জাকারিয়া আল হোসাইনি সাহেব। পরিশেষে মাহফিলের পরিচালকের বক্তব্য’র মাধ্যমে অধিবেশনের সমাপ্তির ঘটবে। এরপর পরেই লাখো মুসল্লির অংশগ্রহণের মধ্য দিয়ে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। দীর্ঘ সময়ের এই আখেরী মোনাজাতের পর ফজর নামায আদায়ের মাধ্যমে ১৯ দিন ব্যাপী ঐতিহাসিক চুনতি সীরত মাফফিলের ৪৬ তম সীরতুন্নবী (সঃ) মাহফিলের সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠিতব্য আখেরী মোনাজাতে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল পরিচালনা কমিটির সিনিয়র সদস্য শাহ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত ও সদস্য শাহজাদা তৈয়বুল হক বেদার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।