এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। আমি নিজেও এ বিষয়ে অবহিত যে জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না! তবু জানতে ইচ্ছে করে…।
সত্যি, আমাকে দিয়ে কোন কাজ হয়েছে কারো? আকাশে, বাতাসে, মেঘলা দুপুরে হঠাত বৃষ্টি আমার বাঁশীতে জেগেছে কি সুর, নতুন সৃষ্টি? জীবন হে তুমি, আর কত খেলা খেলতে পারো? জীবন তুমি কি সবুজ বনে, পাথুরে পাহাড়? নক্ষত্রের ছায়াপথে তুমি ধোঁয়াসা ঝালর? কতটা সময় বহতা আমার ভাঙ্গনের পার? আর কতদিন এ খেলার পালা, সন্ধ্যা আলোর?
যাক এসব কথা…!
আজ আমার জন্মদিনে যারা অত্যান্ত কষ্টের সহিত ইনবক্সে, পোস্টে ও বিভিন্ন ভাবে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা।
আজকের দিনে বন্ধুদের কাছ হতে এতো উইশ পাচ্ছি যে সত্যি আমি অভিভুত। তাই আবেগে বললাম-আই লাভ ইয়ু অল ফ্রেন্ড।
শফিক আজাদ
উখিয়া প্রতিনিধি
দৈনিক যুগান্তর
দৈনিক পূর্বদেশ
দৈনিক আজকের দেশবিদেশ
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।