৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার : বুয়েট প্রাক্তন প্রফেসর ড. দীপক কান্তি দাশ

photo-13-11-16
বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর, প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশীপ এর প্রতিষ্ঠাতা, সুখছড়ী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ড. দীপক কান্তি দাশ বলেছেন, সুশিক্ষায় জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের শিখরে আরোহন করতে পারে না। তিনি আরো বলেন, শুধু শিক্ষিত হলে হবে না, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে আগামীতে তরুণরাই অবদান রাখবে। তাই আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। গত ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশীপের উদ্যোগে আয়োজিত সুখছড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মেধা বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান মো: ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো: আলী জিন্নাহ্। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবু বক্কর, আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার ও স্কলারশীপ তহবিলের আহ্বায়ক বাবু মৃলান কান্তি দাশ (মিলন), সুখছড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল হাই চুট্টু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, শিক্ষানুরাগী মো: ইসমাইল চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, মৌলনা আবু ইউসুফ, আমিনুল হক, দেবাশীষ আচার্য্য, মিসেস মনিকা দাশ, শেলী পাল, আব্দুল কাদের, আতিকুল হক, অফিস সহকারী মো: সাইফুল ইসলাম এবং এলাকার বিদ্যুৎসাহী, সমাজ সেবক, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের নগদ তহবিল ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।