৩ জানুয়ারি, ২০২৬ | ১৯ পৌষ, ১৪৩২ | ১৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট

আইভীকে সমর্থন জাতীয় পার্টির

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি সংবাদ সম্মেলনের মাধ্যমে আইভীর পক্ষে কাজ করার ঘোষণা দেন।

এস এম ফয়সাল চিশতি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দেয়া হলো। নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ কোনো প্রার্থী না দিয়ে জাতীয় পার্টিকে সমর্থন করে গেছে। তাই নাসিক নির্বাচনে প্রধানমন্ত্রীর সম্মানে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে আমরা সমর্থন করলাম।

তিনি আরো বলেন, জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ যারা হুসেইন মুহম্মদ এরশাদকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা আইভীর পক্ষে কাজ করবেন। মনে রাখতে হবে এই নির্বাচনে সরকারের কোনো পরিবর্তন হবে না। উন্নয়নের স্বার্থে এবং শান্তি রক্ষার্থে আইভীকে নির্বাচিত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর আসাদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আলমগীর শিকদার লোটন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, এনজিও বিষয়ক সম্পাদক রেজাউল করিম, কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আহম্মেদ, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোটালিপাড়া পৌরসভার মেয়র এসএ অহিদুল ইসলাম ও টুঙ্গিপাড়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির প্রমুখ।

তবে এসময় জাতীয় পার্টির এমপিসহ স্থানীয় কোনো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।