১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

আইনসভার উভয় কক্ষেই রিপাবলিকানদের প্রাধান্য

asযুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে পরাজয় স্বীকার করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। এর মধ্য দিয়ে আট বছর পরে হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শুধু কি হোয়াইট হাউস, দেশটির সিনেট ও কংগ্রেসেও নিয়ন্ত্রণ নিয়েছে রিপাবলিকানরা।

একশ আসন বিশিষ্ট মার্কিন সিনেটে নিয়ন্ত্রণ নিতে ৫১টি আসন প্রয়োজন ছিল। রিপাবলিকানরা প্রয়োজনীয় ৫১টি আসন অর্জন করায় সিনেট থাকবে তাদের দখলে। অন্যদিকে ডেমোক্র্যাটরা পেয়েছে ৪৭টি আসন।

মঙ্গলবার (নভেম্বর ০৮) প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ ৩৪টি সিনেট আসনের নির্বাচন। নির্বাচনের আগে সিনেটের মোট একশ’টি আসনের মধ্যে ৫৪টি ছিল রিপাবলিকানদের আর ৪৪টি ছিল ডেমোক্র্যাটদের দখলে। তবে দুই স্বতন্ত্র সিনেট সদস্যের সমর্থনের কারণে ডেমোক্র্যাটদের ককাসে ছিল ৪৬টি ভোট।

এদিকে. যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ কংগ্রেস নামেও পরিচিত। এবারের নির্বাচনে মার্কিন কংগ্রেসের ৪৩৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকানরা। এখন পর্যন্ত দলটি জয়ী হয়েছে ২২৫টি আসনে। আর ডেমোক্র্যাটরা জিতেছে ১৬২টি আসনে।

কংগ্রেসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যে কোনো দলের ২১৫টি ভোট প্রয়োজন হয়। যদিও ২০১০ সাল থেকেই কংগ্রেসের নিয়ন্ত্রণ রয়েছে রিপাবলিকানদের হাতে।

এবারের নির্বাচনে বিপুল সমর্থনের ভিত্তিতে রিপাবলিকান দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন থেকে হোয়াইট হাউসের পাশাপাশি মার্কিন সিনেট ও কংগ্রেসেও আধিপত্য উপভোগ করবে দলটি।

সূত্র: সিএনএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।