১৪ ডিসেম্বর, ২০২৫ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ২২ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

অালোকিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই

20161117_111508-copy
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর ৩২নং তুফান আলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়নের নারিচবুনিয়া জুনিয়র দাখিল মাদ্রাসার প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় তুফান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে কোরআন তেলাওয়াত ও ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক নুরুল আজিম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক চাইলাউ চাক।
স্বাগত বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নাজিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম। তিনি উপস্থিতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে বলেন, আলোকিত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নাই। তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বেতন ভাতা এবং নানা প্রকার সুযোগ সুবিধাসহ বছরের শুরুতেই পাঠ্যবই ছাত্র ছাত্রীদের হাতে পৌছে দিয়েছে। তাছাড়া তিনি বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্ত্বক সহযোগীতা প্রদানের আশ্বাষ দেন।
এতে উপস্থিত ছিলেন, বাইশারী আব্দুর রহমান ইবনে আউফ (রা:) ও রহমানিয়া এতিমখানার পরিচালক মাওলানা মঞ্জুরুল ইসলাম, নারিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংলায়ে মার্মা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল কবির রাশেদ, ছৈয়দ হোছন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
এদিকে নারিচবুনিয়া জুনিয়র দাখিল মাদ্রাসায় সকাল ১১টায় বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার মাওলানা জহিরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফরিদুল আলম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি সাংবাদিক আব্দুর রশিদ, নারিচবুনিয়া কিন্ডার গার্ডেন পরিচালনা কমিটির সভাপতি মোঃ বাবুল হোসেন, ঈদগাঁও ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম বাঙ্গালী, আমিনুল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় এবং মোনাজাতের মাধ্যমে দেশ-জাতির কল্যাণ কামানা ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এছাড়া বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, করলিয়ামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।