২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

অসহায় মেধাবী শিক্ষার্থীর পাশে দাড়াল হাসিঘর ফাউন্ডেশন এর সভাপতি শাকিল সিকদার

গত ২৮১১২২ তারিখ  ফেসবুকে .বি মালেক নামের এক ব্যাক্তির একটা সহায়তার পোস্ট দেখে সহায়তার হাত বাড়িয়েদিয়েছেন  হাসিঘর ফাউন্ডেশন এর কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাকিল সিকদার। শাকিল সিকদার বলেন, .বি মালেক নামেরএক ব্যাক্তির ফেসবুক পোস্টে দেখতে পাই একটা ছোট্ট ছেলে মাটিতে বস্তার উপর বসে খালি গায়ে মনোযোগ দিয়ে পড়াশোনাকরছে।আমি পোস্ট  দেখার পর আমার খুব মন খারাপ হয়ে পড়ল। পরপরই আমি তার ব্যাপারে খোঁজখবর নিয়ে আমার ছোটভাইকে (*মোহাম্মদ ইয়াসিন সিকদার, প্রতিষ্ঠাতা হাসিঘর ফাউন্ডেশন) জানাই, এবং আমার কথানুযায়ী সে খোঁজ খবর নেয়, ছেলেটির নাম তানবীর বয়স ১১ বছর কক্সবাজারের উখিয়া উপজেলার ৩নং হলদিয়া পালং ইউনিয়নের ০২ ওয়ার্ডে তারবাড়ি।২৯১১২২ বিকেলে তার বাসায় যায়,এবং তার মাবাবার সাথে কথা বলে।এবং তাকে নিয়ে তার যা যা প্রয়োজনীয়(চেয়ার,টেবিল,খাতা,কলম, বই+সকল ধরনের বছরর শিক্ষাসামগ্রী),শার্ট,প্যান্ট,জুতা। এবং সে যা যা নিতে চেয়েছে সব নিয়েদেই।আলহামদুলিল্লাহ সে  অনেক খুশি এবং তার পরিবারের সবাই খুশি।আমাদের সমাজে দেখা যায় এইরকম  কিছু সামান্যসুযোগ সুবিধার অভাবে এইরকম অনেক বাচ্চা অল্প বয়সে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে পড়ে।কারণ তাদের নুন আনতেপান্তা ফুরোই।কারণ তারা অভাবের তাড়নায় শিক্ষার পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় না।অল্প একটু সুযোগসুবিধা পেলেই হয়তোতারা এগিয়ে যাবে বহুদূর।

এভাবে যদি আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে ইনশাআল্লাহ দেশে আর কেউ অভাবঅনটনেথাকবেনা।দেশে কোন শিশু বিনাশিক্ষায় বড় হবে না।শিশুশ্রম রোধ হবে। আসুন শিশুশ্রম রোধ করি,সোনার বাংলাদেশ গড়ি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।