২৫ ডিসেম্বর, ২০২৫ | ১০ পৌষ, ১৪৩২ | ৪ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

অপহৃত কলেজছাত্র উদ্ধার, আটক ৪

Coxsbazar-Kidnuf-recover-news

 কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অপহৃত চাঁদপুরের কলেজছাত্র নূর মোহাম্মদকে (২০) ৩৬ ঘণ্টা পর চকরিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ এ সময় অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করে। উপজেলার খুটাখালীর পাহাড়ী এলাকায় রবিবার সকালে এ অভিযান চালানো হয়।

কলেজছাত্র নূর মোহাম্মদ (২০) চাঁদপুরেরর হাজীগঞ্জ মডেল কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। তাকে শুক্রবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অপহরণ করা হয়।

অপহরণকারী চক্রের চার সদস্য হলেন— কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মৃত ফজল করিমের ছেলে পিয়ারু (২৬), একই এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২২), চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মৃত মোজাহের আহমদের ছেলে লুৎফুর রহমান (৩২) ও খুটাখালীর মাইজ পাড়া এলাকার এনামুল হকের ছেলে ইমরান হোসেন (২২)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, চাঁদপুরের হাজিগঞ্জ থেকে ৯০ জনের একটি দল শুক্রবার পিকনিক করতে কক্সবাজার আসে। তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে অবস্থান নেয়। শুক্রবার সমুদ্র সৈকতে গেলে সেখান থেকে অপহৃত হন নূর মোহাম্মদ। অপহরণের পর তার পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি কক্সবাজার সদর থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ প্রথমে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। বিষয়টি চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হলে মুক্তিপণের ১০ হাজার টাকা নিতে আসা দু’জনকে আটক করা হয়।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী খুটাখালীর পাহাড়ের ভেতর থেকে আরও দু’জনকে আটক করা হয়। রবিবার সকালে চকরিয়ার পাহাড়ী এলাকা থেকে কলেজছাত্র নূর মোহাম্মদকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নূর মোহাম্মদ জানিয়েছে, সমুদ্র সৈকতে ওই চারজন তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। একপর্যায়ে চা খাওয়ার পর সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরে দেখে, তাকে একটি পাহাড়ী এলাকায় আটকে রাখা হয়েছে। অপহরণে জড়িত চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও ওসি জানান।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।