৪ ডিসেম্বর, ২০২৫ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১২ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ

অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

কক্সবাজারের রামু উপজেলার ৯ নং খুনিয়া পালং ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ধেছুঁয়া পালং এলাকার মৃত বশির আহাম্মেদের ছেলে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ নোমানকে (১৬) অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে উখিয়ার মরিচ্যা স্টেশন থেকে অপহরণের শিকার হয় নোমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়া নোমান বাড়ি না ফেরায় তার সহপাঠী, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নেওয়া হয়। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরেও সন্ধান পাওয়া যায়নি তার।

পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তাকে স্কুল থেকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা।

সর্বশেষ শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার টিএনটি কলেজের পাশে নোমানকে পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয়রা। নোমানের শরীরে আঘাতের ক্ষতচিহ্ন ও দেখা যায়। পরে জানাজানি হলে নিখোঁজ হওয়া শিক্ষার্থী নোমানকে শনাক্ত করে তার পরিবারকে জানায় তারা।

পরে তার পরিবার নোমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে উখিয়া উখিয়া স্পেশালাইজড হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

অপহরণের শিকার ভুক্তভোগী নোমান জনিয়েছে, শনিবার বেলা ১১ টার সময় স্কুলের কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে মরিচ্যা বাজার থেকে অপরিচিত ৩ জন লোক মুখ চেপে ধরে নিয়ে যায় তাকে। পরে বেধড়ক মারধর করে জোরপূর্বক চেতনানাশক ওষুধ সেবন করিয়ে অপহরণ করে। বর্তমানে নোমান কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানায় সে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, এ বিষয়ে কোনো তথ্য পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।