৩১ ডিসেম্বর, ২০২৫ | ১৬ পৌষ, ১৪৩২ | ১০ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর

অপরাধী যত প্রভাবশালী হোক, আইনের আওতায় আনা হবে – ঈদগাঁওতে ওসি- আসলাম

community-policingঅপরাধী যত বড় প্রভাবশালী কিংবা ধনাঢ্য ব্যক্তি হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। মাদক, সন্ত্রাস, ইভটিজার, জঙ্গি, নানা অপরাধে যারা জড়িত তাদের কোন ধর্ম নেই। সন্ত্রাস কার্যকলাপে যারা জড়িত তাদের বয়কট করার এখনই সময়। পুলিশের পাশাপাশি এলাকার জনসাধারণকে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহবান জানানো হয়। ১২ নভেম্বর বিকাল ৪ টায় ঈদগাঁও বাসস্টেশন চত্বরে ইউনিয়ন কমিউনিটি পুলিশের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু হয়ে সকল অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিল, এখনো রয়েছে। জনগণের সাথে পুলিশের পারস্পরিক যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানিয়ে দেশ এবং সমাজ বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকারও আহবান জানান।
ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মিজানুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দীন আহমদ, ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেবাশীষ সরকার, উপজেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন তাহের চৌধুরী হিমু, লুৎফুর রহমান আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক আজিজ, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট রেজাউল করিম রেজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশ নেতা জামিল উদ্দীন, সাবেক ছাত্রনেতা নওশাদ মাহমুদ, মোঃ আবদুল্লাহ, এনাম রনি, রাশেদ উদ্দীন রাশেদ, ছাত্রলীগ নেতা আবুহেনা বিশাদ, ইরফানুল করিম, তানজিব ওয়াহিদ লোটাস, জসিম উদ্দীন প্রমুখ। এসময় উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক এমইউপি, আওয়ামীলীগ নেতা মৌলানা মনজুর, নেজাম উদ্দীন শাওন, রাবিয়া খানম, আবদু শুক্কুর খন্দকারসহ ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় বক্তারা বৃহত্তর ঈদগাঁওর আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি ও অপহরণের ব্যাপারে সজাগ থাকারও রাখার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।