৫ জানুয়ারি, ২০২৬ | ২১ পৌষ, ১৪৩২ | ১৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

৬০ টি আসনে প্রার্থী দেবে জামায়াত

বিএনপির তরফে নির্বাচনকালীন সরকারব্যবস্থা কী হবে, এ নিয়ে সরকারের প্রতি চাপ অব্যাহত রাখলেও ভেতরে-ভেতরে দলীয় প্রস্তুতি সেরে নিচ্ছে জামায়াত। দৃশ্যত বিএনপি জোটে অংশগ্রহণমূলক কাজে দলটিকে দেখা না গেলেও জোটের সমর্থনে নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধবিরোধী দলটি। তাদের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে পূর্বপশ্চিমবিডি.নিউজের সঙ্গে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সূত্র জানায়, ২০১৪ সালের নির্বাচন বর্জন করলেও অন্তত ৬০টিতে জোটের সমর্থন নেওয়ার চিন্তা ছিল দলটির। ওই সময় ৪৩ টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছিল জামায়াত। আগামী নির্বাচনে এই সংখ্যাটি আরও বাড়বে বলেই জানান ঢাকা মহানগর জামায়াতের শীর্ষ এক নেতা। তিনি বলেন, ‘সময় তো অনেক গেছে, আগের চেয়ে নিশ্চয় বেশি চাওয়ার চিন্তা আছে আমাদের। তবে এবার বিএনপি জোটের প্রার্থী হিসাবে কমপক্ষে ৬০টি আসনে জামায়াতের প্রার্থী দেয়ার পরিকল্পনা রয়েছে এবং বিষয়টি প্রায় চূড়ান্ত।

২০০৮ সালের নির্বাচনে ৩৯টি আসনে জামায়াতের প্রার্থীরা নির্বাচন করলেও তৎকালীন বিএনপি-জোট তাদের সমর্থন দেয় ৩৪ টিতে। তবে আগামী নির্বাচনে বিএনপি-জোটের পরিধি বড় হওয়ায় ও নির্বাচনকালীন সরকার মাথায় রেখে সমর্থিত আসনসংখ্যা কমতে পারে বলে মনে করছেন জোটের অনেকে। তবে আসন বণ্টনভিত্তিক বৈঠকের আগে কেউই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ।

এ ব্যাপারে জামায়াতের নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম বলেন, ‘‘আমরা জোটে আছি, জোটের মধ্যেই থাকব এবং জোটের আলোচনার প্রেক্ষিতেই আসনবণ্টন হবে। আমাদের বাদ দিয়ে তো আলোচনা হবে না।’

তবে ঠিক কত আসনে জোটের সমর্থন চাইবে জামায়াত—এমন প্রশ্নের উত্তরে চট্টগ্রামের এই নেতা বলেন, ‘এসব ব্যাপারে না বলি, থাক।’

সূত্র- পূর্বপশ্চিম

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।