
কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরি ৪০ হাজার পিস ‘নিষিদ্ধ’ সিগারেটসহ মোহাম্মদ ফয়সাল (৩৩) ও মোহাম্মদ এহসান (২৪) নামে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছেন র্যাব সদস্যরা। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উখিয়া বাজার থেকে তাদের আটক করা হয়। তারা দুজনই কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আলম বলেন, ‘কুতুপালং ক্যাম্পে নিষিদ্ধ বার্মিজ সিগারেট বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে তার নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৪০ হাজার পিস সিগারেট উদ্ধার করে। এ সময় দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। আটক দুজনকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।’
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।