১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

৩বছরের শিশু কন্যাসহ মায়ের আত্মহত্যা

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে সাড়ে বাড়ির ভেতর গলায় ফাঁস লাগিয়ে তিনবছর বয়সের মেয়েসহ এক গৃহবধু আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহতরা হলেন, ওই এলাকার ছৈয়দ আলমের মেয়ে আছমাউল হুসনা (২৬) ও তার মেয়ে আয়েশা আলী (সাড়ে ৩বছর)। ঘটনার খবর পেয়ে রাতে দুইটার দিকে পুলিশের একটিদল বাড়ির দরজা ভেঙ্গে লাশ দুটি উদ্ধার করেন। নিহত আছমাউল হুসনার স্বামী শওকত আলী বিদেশ প্রবাসী।
নিহতের পরিবার সদস্যরা জানান, প্রায় ৬বছর আগে আছমাউল হুসনাকে সামাজিকভাবে বিয়ে দেন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পোকখালী গ্রামের শওকত আলীর সাথে। বিয়ের পর শওকত আলী জীবিকার তাগিদে বিদেশ ফাড়ি জমায়। এরই মধ্যে আছমাউল হুসনার কুল জুড়ে আসে কন্যা শিশু আয়েশা আলী। কয়েকবছর আগে স্বামী শওকত আলী দেশে এসে ফের অন্য মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন।
পরিবার সদস্যরা অভিযোগ করেছেন, স্বামী বিদেশে থাকার সুবাদে নানা কারনে শাশুড় বাড়ির লোকজন গৃহবধু আছমাউল হুসনাকে নির্যাতন চালিয়ে আসছে। এ নিয়ে তার (গৃহবধু) সাথে শাশুড় বাড়ির লোকজনের মাঝে মনোমানিল্য সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে গত বুধবার (৮জুলাই) শাশুড় বাড়ির লোকজন শিশু মেয়েসহ আসমাউল হুসনাকে চকরিয়া উপজেলার খুটাখালীস্থ বাপের বাড়িতে পাঠিয়ে দেন। বাপের বাড়িতে থাকাবস্থায় শনিবার রাতে বাড়ির ভেতর ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেয়েসহ আত্মহত্যা করে গৃহবধু আসমাউল হুসনা।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, খবর পেয়ে রাতেই বাড়ির দরজা ভেঙ্গে লাশ দুটি উদ্ধার করা হয়। গতকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।