৯ জুন, ২০২৩ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের বিষয়ে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী প্রতিবাদ   ●  পৌরবাসির সেবা নিশ্চিত করে একটি স্মার্ট কক্সবাজার শহর উপহার দিতে চাই : মেয়র প্রার্থী মাহাবুব   ●  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা   ●  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়ন ভারুয়াখালী   ●  কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, জেলা কমিটি বাতিল   ●  রামু সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ পুলক বড়ুয়ার মায়ের পরলোক গমন   ●  আইএমআইএ পরিবর্তন করে রোহিঙ্গাদের মোবাইল বিক্রয়ের সিন্ডিকেটের প্রধান মোর্শেদসহ ৫ জন গ্রেপ্তার   ●  বরইতলীর বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের জানাজায় এমপি জাফর আলম, শোক প্রকাশ   ●  সাধারণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের প্রতীক নৌকা; এ বিশ্বাস রক্ষায় আমি প্রতিক্ষাবদ্ধ : মেয়র প্রার্থী মাহাবুব   ●  কক্সবাজারে পৃথক দূর্ঘটনায় সড়কে প্রাণ গেল চারজনের

২০ মামলার আসামী প্রতারক দিদার গ্রেপ্তার

COXSBAZAR-NEWS-PIC-2
দীর্ঘ দিন লাপাত্তা থাকার পর অবশেষে পুলিশে জালে ধরা পড়েছে ২০ মামলার পলাতক আসামী দিদারুল ইসলাম ( ৪২)। মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার থানার একদল পুলিশ। প্রতারক দিদার ঈদগাঁও’র মোজাফ্ফর কোম্পানির পুত্র ।
কক্সবাজার সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের সার্কিট হাউজ রোড়ের হাজী আমির আলী ম্যানসনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে দীর্ঘ আড়াই ঘন্টা শ্বাসরূদ্ধকর অভিযান চালাতে হয়েছে পুলিশকে। এই সময় সহযোগিতা করেন উপ-পরিদর্শক ফওজুল আজিম ও কামাল।
সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার অপারেশন কাইয়ুম উদ্দীন জানান, দিদারুল ইসলাম একজন বড় ধরণের প্রতারক। কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল টাকা আত্মসাৎ করেছে। এ সব ঘটনায় পাওনাদাররা বাদি দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে চেক প্রতারণাসহ ২০ টি প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে দু’টিতে বিভিন্ন মেয়াদের কারাদ- হয়েছে তার।
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, প্রতারক দিদার পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘ দিন পলাতক ছিল। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১২টি, ময়মনসিংহ ম্যাজিষ্ট্রেট আদালতে ৪টি ও কক্সবাজার সদর কোর্টে ২টি মামলা রয়েছে। এছাড়া চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সি.আর ৯৯৬/১৩ ও সি.আর ১৭৯৪/১৪ এ দুটি মামলায় তার ১ বছর করে সাজা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।