১৮ অক্টোবর, ২০২৫ | ২ কার্তিক, ১৪৩২ | ২৫ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

১১৮ বছরেও বয়স্ক ভাতা পাননি বাইশারীর মতিউর রহমান

Boyskko vata
মানুষ তো মানুষের জন্যেই। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেন না? ১১৮ বছর বয়সী মতিউর রহমান একটি বয়স্ক ভাতা প্রাপ্তির কার্ড পাওয়ার আশায় বিভিন্ন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট মহলের দ্বারে দ্বারে দীর্ঘকাল ঘুরে বেড়ালেও সহানুভূতি হিসেবেও কার্ড মেলেনি তাঁর ভাগ্যে। এই বয়সে খেয়ে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামের এই মতিউর রহমান। সংসারে তাঁর অনেকেই থাকলেও তাঁকে দেখার কেউ নেই। সম্প্রতি কথা হলে মতিউর রহমানের ছেলে সরওয়ার জানান, ভোটার আইডি কার্ড অনুসারে তার পিতার জম্ম তারিখ ১৮ জুন ১৮৯৬ইং। কিন্তু এখনো পর্যন্ত তিনি বয়স্ক ভাতা কার্ড পাননি। ঘাত-প্রতিঘাতের মাঝে ছেলে হিসেবে সরওয়ার তাঁর পিতার জন্য কিছুই করতে না পারার আক্ষেপ জানিয়ে অন্তত শেষ বয়সে কার্ড পেলে বৃদ্ধ বয়সে তাঁর পিতা দারিদ্রতা দুরীকরণে সহায়ক হবে বলে জানান।
এ ব্যাপারে আলাপকালে মতিউর রহমানের সংশিষ্ট ৪নং বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বলেন, ‘বয়স্ক ভাতা প্রপ্তির ক্ষেত্রে পুরুষের বয়স ৬৫ বছর ও মহিলার বয়স ৬২ বছর হতে হবে। প্রতি বছর বা দু’বছর অন্তর যে কার্ডগুলো আমরা পাই তা ইউপি সদস্যদের মাধ্যমে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম ও কর্মহীন ব্যক্তিদের মাঝে বন্টন করে থাকি। প্রবীণ মুরব্বী ডাক্তার মতিউর রহমান এখনো পর্যন্ত বয়স্ক ভাতা কার্ড না পাওয়ার বিষয়টি খুবই দুখজনক জানিয়ে তাঁকে সরকারের দেয়া যে কোন ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।