৯ ডিসেম্বর, ২০২৩ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  টেকনাফে পিস্তল ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার   ●  কক্সবাজারে ৮৫টি বৌদ্ধ বিহারে ১৬ লক্ষ টাকার চেক বিতরণ সম্পন্ন   ●  কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত   ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!

স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ দিলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত

কক্সবাজার প্রতিনিধি:

উখিয়ার কুতুপালংয়ে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আমিরাত রেড ক্রিসেন্ট সংস্থা। নিজ হাতে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদী।

গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে আমিরাত রেড ক্রিসেন্ট সংস্থার উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত সরকার এবং বাংলাদেশ সরকারের সমন্বয়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ৩০০ থ্রি পিস, ২০০ পাঞ্জাবি এবং ৫০০ জন উপকারভোগীকে চাল, তেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।সহায়তা পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, পর্যায়ক্রমে স্থানীয় ২৪ শ জনগোষ্ঠীকে এ ত্রাণ সহায়তা দেওয়া হবে। এ সময় তিনি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ দেন।

ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাজ উদ্দিন। এ সময় স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।