৩১ মার্চ, ২০২৩ | ১৭ চৈত্র, ১৪২৯ | ৮ রমজান, ১৪৪৪


শিরোনাম
  ●  দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত   ●  মহেশখালীতে উচ্ছেদ অভিযানে অবৈধ পাকা স্থাপনা ধ্বংস করলো বনবিভাগ; ৫০ একর বনভূমি দখলমুক্ত   ●  সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা   ●  উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪   ●  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি কক্সবাজার জেলা কারাগারের বিনম্র শ্রদ্ধা   ●  উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক   ●  কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত   ●  স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন   ●  পানেরছড়ায় পাহাড় ও গাছ কাটার হিড়িক, নিরব বন বিভাগ   ●  চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভায় এমপি জাফর আলম

স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ দিলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত

কক্সবাজার প্রতিনিধি:

উখিয়ার কুতুপালংয়ে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আমিরাত রেড ক্রিসেন্ট সংস্থা। নিজ হাতে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদী।

গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে আমিরাত রেড ক্রিসেন্ট সংস্থার উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত সরকার এবং বাংলাদেশ সরকারের সমন্বয়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ৩০০ থ্রি পিস, ২০০ পাঞ্জাবি এবং ৫০০ জন উপকারভোগীকে চাল, তেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।সহায়তা পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, পর্যায়ক্রমে স্থানীয় ২৪ শ জনগোষ্ঠীকে এ ত্রাণ সহায়তা দেওয়া হবে। এ সময় তিনি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ দেন।

ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাজ উদ্দিন। এ সময় স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।