২৪ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ | ৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

সেবা প্রত্যাশীদের সাথে ভাল ব্যবহার করতে হবে- হাইওয়ে পুলিশ প্রধান

নিজস্ব প্রতিবেদক:

হাইওয়ে পুলিশ প্রধান মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সেবা প্রত্যাশীদের সাথে ভাল ব্যবহার করতে হবে। মহাসড়ক নিরাপদ ও যান চলাচল নির্বিঘ্ন রাখার পাশাপাশি অপরাধ দমনে সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ হেডকোর্য়ার্টাসের সম্মেলন কক্ষে দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (সেপ্টেম্বর/২০২৩) পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন।

তিনি মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন এবং জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি করেন।
হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই ডিআইজি (উত্তর) ও অতিরিক্ত দায়িত্বে (অপারেশন অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট) মাহ্ফুজুর রহমান, পিপিএম-বার এর সঞ্চালনায় সেপ্টেম্বর ২০২৩ ও আগস্ট ২০২৩ এবং পূর্ববর্তী বছরের সেপ্টেম্বর ২০২২ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্র‍্যাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।