১ জানুয়ারি, ২০২৬ | ১৭ পৌষ, ১৪৩২ | ১১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর

সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে সব ধরনের তৎপরতা চালাচ্ছে পুলিশ : আইজিপি

সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে সব ধরনের তৎপরতা চালাচ্ছে পুলিশ : আইজিপি
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার বা আটক করেনি। তাকে খুঁজে বের করার সব ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

শুক্রবার দুপুরে কমিউনিটি পুলিশিং জেলা সমাবেশ শেষে পুলিশের আইজি এ কে এম শহিদুল হক সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, জনগন বোমা মেরে, মানুষ হত্যা, গাড়ি ভাংচুর হরতাল অবরোধ পছন্দ করে না। এজন্য আজ দেশের কোথাও হরতাল অবরোধ নেই। যারা নাশকতার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নাশকতাকারীদের জনগণ প্রত্যাখান করেছে। ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

আওয়ামীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী গ্রেফতার বিষয়ে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। কাউকে ছাড় দেয়া হবে না। আসামীদের গ্রেফতারের সবাত্ত্বক প্রচেষ্টা চালানো হচ্ছে।

টাঙ্গাইল জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের আইজি একে এম শহিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা রেঞ্জ এর ডিআইজি এস, এম মাহফিজুল হক নূরুজ্জামান, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন বক্তব্য রাখেন।

এছাড়া সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিস স্বাগত বক্তব্য রাখেন।

সমাবেশে জেলার ১২টি উপজেলা থেকে কয়েক হাজার পুলিশিং কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।

– See more at: http://www.sheershanewsbd.com/2015/03/27/74168#sthash.IDYe3mL5.dpuf

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।