১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

সালাহউদ্দিন আহমদ কে ফেরত দেওয়ার দাবীতে উখিয়ার ৮টি পয়েন্টে মানববন্ধন

Pic, ukhiya (BNP)- 0-04-2015
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ২০ দলীয় জোটের মুখপাত্র সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবীতে উখিয়ার ৮টি পয়েন্টে মানবন্ধন পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ এ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত মানববন্ধন উখিয়া সদর স্টেশন, কোটবাজার, মরিচ্যা বাজার, বালুখালী, থাইংখালী, পালংখালী, চেপটখালী ও মনখালী স্টেশনে স্বত্বস্ফূর্তভাবে মানববন্ধন পালিত হয়। উখিয়া সদর স্টেশনে মানববন্ধন চলাকালে উখিয়া বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী বলেন, কক্সবজার জেলার কৃতিপুরুষ ও জাতীয় নেতা সালাহউদ্দিন কে গুম করে অবৈধ আওয়ামীলীগ সরকার রাজনীতিকে দেউলিয়ত্বের পরিচয় দিয়েছে। ক্ষমতায় ঠিকে থাকার জন্য কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ধরে নিয়ে গুম করে রেখে চলমান আন্দোলন বন্ধ করতে চায়। তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে সালাহউদ্দিন আহমদ কে অক্ষত অবস্থায় ফেরত দেওয়া না হলে আওয়ামীলীগ সরকারের পতন করতে চূড়ান্ত আন্দোলন শুরু হবে। এ গণআন্দোলনে আওয়ামীলীগের শেষ রক্ষা হবে না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।
উক্ত মানববন্ধনে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড শাখার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।