
বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব সালাহউদ্দিন আহমদের মুক্তির দাবীতে বান্দরবানে ছাত্রদল,যুবদল ওস্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বান্দরবান পৌর সভার মেয়র জাবেদ রেজার নেতৃতে বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বান্দরবান পৌর সভার মেয়র মোঃ জাবেদ রেজা,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ,ছাত্রদল নেতা ইয়াছিনুল হক রিপন,যুবদলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুশার,আবু বক্কর,শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনসহ নেতৃবৃন্দ।
এদিকে সমাবেশে বক্তারা বলেন,বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব সালাহউদ্দিন আহমদের মুক্তির জন্য আমরা এখনও নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। তবে সালাহউদ্দীন আহম্মেদকে দ্রুত মুক্তি দেওয়া না হয় তাহলে আরোও কঠোর কর্মসূচির মাধ্যমে দেশকে অচল করে দেওয়া হবে। বক্তরা আরোও বলেন, সালাহউদ্দিনকে সুস্থ ও অক্ষত অবস্থায় নি:শর্ত মুক্তি দেয়া নাহলে সরকারের জন্য পরিণাম শুভ হবেনা। তাই সালাহউদ্দিন ফিরিয়ে দিয়ে সরকারকে শুভ বুদ্ধির পরিচয় দেয়ার আহবান জানান এবং সালাহউদ্দিনকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবী জানান।#
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।