৪ জুন, ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৪ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সভায় এমপি জাফর আলম   ●  বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  স্কাউটসসের নিয়ন্ত্রণ জামায়াত-শিবিরের হাতে যাচ্ছে কিনা কঠোর নজরদারি করতে হবে- এমপি জাফর   ●  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলেমাদের এগিয়ে আসতে হবে-এমপি জাফর   ●  ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ ভূমিকা রাখবে   ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার   ●  কক্সবাজারে রেডিও সৈকত এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারা ভারতেই গরু জবাই নিষিদ্ধ করবে সরকার: রাজনাথ

সারা ভারতেই গরু জবাই নিষিদ্ধ সর্বতো চেষ্টা চালাবে বলে জানালেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তবে তা সহমতের ভিত্তিতেই করার চেষ্টা করা হবে বলে রোববার তিনি জানিয়েছেন।

জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেছেন,  “ ভারতে কোনো ভাবেই গরু জবাই মেনে নেওয়া যায় না। দেশে গোহত্যা নিষিদ্ধ করার জন্য আমরা সর্বতো প্রচেষ্টা চালাবো। এ ব্যাপারে সহমত গড়ে তোলারও চেষ্টা করা হবে।”

বিজেপি শাসিত মধ্যপ্রদেশ,মহারাষ্ট্র ও হরিয়ানার গোহত্যা নিষিদ্ধ করার প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ জানিয়েছেন, এর থেকেই স্পষ্ট এ ব্যাপারে কেন্দ্রের এনডিএ সরকারের ইচ্ছা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না।

সমাবেশে এক ধর্মীয় নেতা সংসদের চলতি বাজেট অধিবেশনেই গরুর পাশাপাশি মহিষ হত্যাও নিষিদ্ধ করার জন্য একটি আইন প্রণয়নের দাবি জানান। এ ব্যাপারে রাজনাথ বলেন, গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করতে সংসদের উভয়কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় তা নেই।

রাজনাথ মনে করিয়ে দেন, ২০০৩-এ তিনি যখন মন্ত্রী ছিলেন তখন কৃষিমন্ত্রণালয় গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করতে একটি বিল তৈরি করেছিল। কিন্তু সংসদে এই বিল পেশ করার সময়ই বিরোধীরা হই-চই শুরু করেন। এজন্য ওই বিল পাশ করানো সম্ভব হয়নি।- ওয়েবসাইট

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।