১৯ নভেম্বর, ২০২৫ | ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

রিপোর্টার্স ইউনিটির নিন্দা

সাংবাদিক রাসেলকে হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য, যমুনা টিভির সাবেক প্রতিনিধি সাংবাদিক নুরুল করিম রাসেলকে হত্যা ও গুমের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর এক বিবৃতিতে জানান, শুক্রবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে (০১৮৬৬২৭৬৮৫২) একটি নাম্বার থেকে অজ্ঞাত এক ব্যক্তি দুই দফা কল করে সাংবাদিক নুরুল করিম রাসেলকে হুমকি দেন। ১মিনিট ৩৫ সেকেন্ড ও ৩৭ সেকেন্ডের কলরেকর্ডে শুনা যায়, ফারুক নামের এক ব্যক্তির বিরুদ্ধে লেখালেখি বন্ধ করতে বলা হয়। লেখালেখি বন্ধ করা না হলে ফারুক সাংবাদিক রাসেলকে গুমকরে ফেলবে বলে হুমকি দেয়। এসময় অকথ্য ভাষায় গালমন্দ করা হয়।
এই ঘটনায় রোবরার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করা করা হয়েছে। যার জিডি নং- ২৬৫/২৩।
রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হুমকি দাতাকে দ্রুত সনাক্ত করে ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনার জোর দাবী জানান। পাশাপাশি সাংবাদিক রাসেলের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।