২৪ অক্টোবর, ২০২৫ | ৮ কার্তিক, ১৪৩২ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

সাংবাদিক আজিজ রাসেলের মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর মোটরসাইকেলটি চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে তিনি মামলাটি দায়ের করেন। যার মামলা নং—৪৯/৬৫৩।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর রাত ১০ টা থেকে ১৮ নভেম্বর সকাল ৮টার মধ্যে শহরের টেকপাড়া মসজিদ রোডস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল আবদুল্লাহর বাড়ির পার্কিং থেকে হোন্ডা লিভো ডিস্ক মডেলের মোটরসাইকেলটি নিয়ে যায় চোর চক্র। মোটরসাইকেলটির কালার ছিল ব্লু। বাইকটির চেসিস নং: পিএসওজেসি—৮৭৯০ এমই্চ—৫১০৭৯৪ এবং ইঞ্জিল নাম্বার: জেসি ৮৭ ই—১০১৩২১৫। চুরির ঘটনায় চোর চক্রের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলাটি লিপিবদ্ধ করা হয়।

মামলার বাদি সাংবাদিক আজিজ রাসেল জানান, ‘বাইকটি চুরি হওয়ার পর জেলাজুড়ে বিভিন্ন সোর্সের মাধ্যমে খবরাখবর নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চোর চক্রের কিছু ক্লু মিলেছে। যার সুত্র ধরে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাইকটির সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা শহর পুলিশ ফাঁড়ির এসআই মিল্টন দে বলেন, ‘চোর চক্রের সদস্যদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। সেই সাথে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।’

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামানা বলেন, ‘আন্তঃজেলা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চোর চক্রের তালিকা পুলিশের কাছে আছে। তালিকা মোতাবেক কাজ করছে পুলিশ। সাংবাদিক আজিজ রাসেলের মোটরসাইকেলসহ চোর চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।