২১ নভেম্বর, ২০২৫ | ৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

‘সাংবাদিকদের কারণে আইনশৃঙ্খলা বাহিনী অনেক তথ্য পায়’

স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করেন। তাদের কারণেই আইনশৃঙ্খলা বাহিনী অনেক বিষয়ের তথ্য পায়।

শনিবার রাতে ঢাকার পুলিশ কনভেনশন হলে নবনির্বাচিত ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের  অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, ক্র্যাব সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে। এখন প্রেস ফ্রিডম রয়েছে। আমরা কোনো সেন্সরশিপ করছি না। এ জন্য সাংবাদিকরা স্বাধীনভাবে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করতে পারছেন। পাশাপাশি তারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসাও করতে পারছেন। তবে যদি কেউ অপসাংবাদিকতা করেন, সেক্ষেত্রে আমাদের আইন রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, যারাই অপরাধ করুক না কেন আমরা তাদের আইনের আওতায় নিয়ে এসেছি। তারা যতই প্রভাবশালী হোক না কেন আমরা সেটা করেছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।