১৮ অক্টোবর, ২০২৫ | ২ কার্তিক, ১৪৩২ | ২৫ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

সরকারের গঠনমূলক সমালোচনায় দেশ পরিচালনায় অবদান রাখছে জাপা

Japaসরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে জাতীয় পার্টি। এই ধারা অব্যাহত রেখে বাংলাদেশের উন্নয়নকে তরান্বিত করে যাবে। জেলা জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।’
রবিরার হোটেল সী-গালে মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তারেকের পরিচালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি মেরেুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারে মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী মোঃ ইলিয়াছ ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আলহাজ্ব খোরশেদ আরা হক।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আবু ছৈয়দ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. আহমদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় পার্টির সাবেক জেলা আহ্বায়ক এইচএম আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শহর জাতীয় পার্টির সভাপতি কামাল উদ্দীন কামাল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি যথাক্রমে- নাজিম উদ্দীন চেয়ারম্যান, হোসাইনুল ইসলাম মাতব্বর, শফিক আহমদ বি.কম, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে- অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল, শহীদুল ইসলাম মুন্না, আনোয়ারুল এহেছান চৌধুরী ভুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, দিদারুল আলম, ডা: মোঃ আলমগীর, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াছ রনি, দপ্তর সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম-দপ্তর সম্পাদক সরওয়ার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ছিদ্দিকী, অর্থ সম্পাদক এস.এম বাবর, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. উমর আলী, চকরিয়া পৌর শাখার সভাপতি জসীম উদ্দীন, টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক এড. শাহ আলম, টেকনাফ পৌর শাখা সভাপতি মোঃ ইসমাইল কালু, জাতীয় যুব সংহতির জেলা সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ বাবুল, ওলামা পার্টির জেলা সভাপতি শফিকুল হক জিহাদী, সাধারণ সম্পাদক নুরুল হুদা, জেলা মৎস্যজীবী পার্টির সভাপতি মৌলভী জাহাঙ্গীর, মহিলা পার্টির জেলা সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, ছাত্রসমাজের জেলা সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ সেলিমসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সাংবাদিক, সুশীল সমাজ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।