
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা সাদ্দাম হোসেনের উপর শিবির নামধারী দূর্বৃত্ত কর্তৃক হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কলা ভবন থেকে শুরু করে কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি ওসমান সরওয়ার রানার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি কলেজ ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম টিপু। এতে আরও বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইদু সিকদার, জেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম জাহেদ, মহেশখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রদল নেতা মোরশেদ আলম, কলেজ ছাত্রদলের সি: সহ-সভাপতি জায়নুদ্দিন জনি, সহ-সভাপতি মো: আলম, এরশাদুল হক রাজু, রবিউল করিম রবি, জয়নাল আবেদীন, আমির হোসেন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আনচারী, আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, কলেজ ছাত্রদল নেতা মো: সোহেল, মো: মুসা, জানে আলম বাপ্পি, মো: সেলিম, ইমতিয়াজ শরীফ, ইয়াছিন আরাফাত, নোমান ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল সালেহ, জুনাইদ চৌধুরী, রফিক, সাইম, অভি, ইমন, সাগর, ওয়াসিম, মো: আয়পল, রুবেল পারভেজ, মাসুদ, ওসমান, সোহেল (২), মাসুদ হাসান রুবেল, মো: রাসেল, জিহাদ, আব্দুল্লাহ, ওবাইদ, হোসেন, সাগর-২, খোকা, প্রমুখ। বক্তারা বলেন কলেজ কর্তৃপক্ষের মিমাংসার পর ছাত্র শিবিরের নামধারী সন্ত্রাসীরা যেভাবে সাদ্দামের উপর হামলা চালিয়েছে তা কলেজ কর্তৃপক্ষকে হামলার নামান্তর। যদি কলেজ কর্তৃপক্ষ এর সুষ্টু বিচার না করে তাহলে ছাত্রদলের নেতাকর্মী এর সমুচিত জবাব দিতে প্রস্তুত আছে। তারা অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের কলেজ থেকে বহিস্কার এবং কলেজ ক্যাম্পাসে শিবির ক্যাডারদের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান। অন্যথায় পরবর্তী উদ্ভুত পরিস্থিতির দায়ভার কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে বলে জানান।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।