২৯ ডিসেম্বর, ২০২৫ | ১৪ পৌষ, ১৪৩২ | ৮ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কক্সবাজারের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারী

বিশেষ প্রতিবেদক:

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রধান সহকারী মোঃ নাছির উদ্দিন পাটওয়ারী।

সোমবার (১৮ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যার স্মারক নং-বিএসকেএসপি/২০২২(৭)৫১।

চিঠিতে বলা হয়েছে, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, পূর্বের সাধারণ সম্পাদক মো. আরফানুল আলমের শারীরিক অসুস্থতা ও অবসরজনিত কারণে সংগঠনকে গতিশীল করার প্রয়োজনে বিগত ২৯/০৩/২০২২ইং এবং ১৪/০৭/২০২২ইং তারিখ জেলা শাখার সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

অনুমোদিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য, গঠনতন্ত্রের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সাথে ২৩/১২/২০২০ তারিখে অনুমোদিত ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির কোন সদস্য গঠনতন্ত্রের বিধি-বিধান প্রতিপালনে ব্যর্থ হলে তাদের স্থলে নতুন সদস্য অন্তর্ভূক্ত করে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কর্মচারী সমাবেশ আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করতে হবে।

নতুন মনোনীত সাধারণ সম্পাদকসহ আগের নেতৃবৃন্দের সমন্বয়ে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করা হবে বলে জানিয়েছেন সভাপতি মোঃ খোরশেদ আলম। এই জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।