১৫ নভেম্বর, ২০২৫ | ৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে পাড়া-মহল্লায় কমিটি গঠনের নির্দেশ

7 mfarch-1
ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার বিকালে জেলা শহরের বঙ্গবন্ধুমুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীরীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যশৈহ্লা,সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী,সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান উপস্থিত ছিলেন। জেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদের সভাপতিত্বে  এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়ের পরিচালনায় সমাবেশে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈ হ্লা,সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সহ সভাপতি ইসলাম বেবী,সাধারণ সম্পাদক কাজী মো.মজিবর রহমান এবং শহর শাখার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলের অংগসংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সামাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন,পার্বত্য চট্টগ্রামের বান্দরবান,রাংগমাটি ও খাগড়াছড়ি জেলার পাড়া-মহল্লায় পেট্রোল বোমাবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসসহ সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ সচেতন নাগরিকদের প্রতি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের অশান্তি সৃষ্টির অপচেষ্টা এবং চলমান সরকারি উন্নয়ন কর্মকান্ডে ব্যাহত ঘটানোর কাজে লিপ্ত সন্ত্রাসীদের মুখোশ খুলে দিতে হবে এবং সেইসব সন্ত্রাস প্রতিরোধে পার্বত্যবাসীকে এক্যবদ্ধ হয়ে শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।