
বছর ঘুরে শোকের মাস আগস্ট এলে
আমরা শোকাহত হয়ে যায় তার তরে
বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবকে
সাহস করেনি বর্বর পাকিস্তানিরাও মারতে।
আর তোমরা দেশের শত্রু নরপশু ঘাতকরা
তাকে মেরে কলংকের অধ্যায় জম্ম দিলে বিশ্বজুড়ে
যাকে বাংলার জনগন দিয়েছিল উপাধি বঙ্গবন্ধু
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আর জাতির জনকের
আর তাকেই হত্যা করে তোমরা উল্লসিত হয়েছিলে!
যেই মানুষ টি আজীবন স্বপ্ন দেখেছিলেন
শোষণ বঞ্চনা হীন সোনার বাংলা প্রতিষ্ঠার
যার সাত মার্চ একটি ভাষনে উদ্ধুদ্ধ হয়েছিল
সাত কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে।
বঙ্গবন্ধুর একটিই দুর্বলতা ছিলো এদেশের প্রতি
মানুষকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়ে বেশী
তার জম্ম না হলে স্বাধীন দেশ পেতাম নারে
তার জন্যই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে।
শোকের মাস আগস্ট আমাদের জন্য বেদনার
শোকের মাস আগস্ট আমাদের জন্য লজ্জার
শোকের মাস আগস্ট আমাদের জন্য প্রতিশোধের
শোকের মাস আগস্ট আমাদের জন্য ঘুরে দাঁড়াবার।
আগস্টের পনের তারিখে উনিশশো পচাঁত্তরে
কতিপয় দুষ্কৃতকারী কুলাঙ্গার নরপিচাশ
নির্মমভাবে হত্যা করলো জাতির পিতাকে
তাদের হাত থেকে রক্ষা পায়নি অবুঝ শিশু রাসেল ও।
ধানমন্ডির বত্রিশ নাম্বার দুতলা বাসাতে
বঙ্গবন্ধু থাকতেন সবাইকে নিয়ে স্বপরিবারে
কে জানতো! যে এনে দিলো স্বাধীন দেশ
তাকেই পাশবিকভাবে হত্যা করে মেতে উঠবে দেশ।
শোকের মাস আগস্টে আর নয় করুনা আর নয় মার্জনা
শোকের মাস আগস্টে প্রতিশোধের দাবানল জ্বেলে
গর্জে উঠতে হবে তার আর্দশে লালিত সৈনিকদেরকে
চিরতরে শত্রু মুক্ত করতে বদ্ধ পরিকর এ স্বদেশ থেকে।
আধুনিক বাংলাদেশ বিনির্মানে তারই সুযোগ্য তনয়া
শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে সোনার বাংলা
আর নয় পিছনে ফেরা এ যেন কেবলই এগিয়ে যাওয়া
দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর রাষ্ট্র নায়ক শেখ হাসিনার আধুনিক বাংলা।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।