২ জানুয়ারি, ২০২৬ | ১৮ পৌষ, ১৪৩২ | ১২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা

রামুর গর্জনিয়া যুবলীগের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে জেলা সভাপতি সোহেল আহমদ বাহাদুর

শেখ হাসিনার ভ্যানগার্ড যুবলীগকে তৃণমুল পর্যায়ে আরো সুসংগঠিত হতে হবে

প্রেস বিজ্ঞপ্তিঃ কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই সু-শৃংখল যুবসংগঠন হিসাবে সাংগঠনিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তা ও বিশ্বাস অর্জন করেছে। শেখ হাসিনার ভ্যানগার্ড যুবলীগকে তৃণমূল পর্যায়ে যুব সমাজের মাঝে সেতুবন্ধন সৃষ্টির মাধ্যমে কক্সবাজার জেলা ব্যাপী যুব জাগরণ সৃষ্টি করতে হবে। এলক্ষ্যে যুবলীগকে আরো সুগংগঠিত হয়ে ওয়ার্ড পর্যায়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারিদের সংগটিত করে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। তিনি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকারের প্রতিটি উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে যুবলীগ নেতা-কর্মীকে দায়িত্ব নেয়ার আহবান জানান।

২৫ রমজান, ৩১মে, শুক্রবার বিকালে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, রামু উপজেলা যুবলীগ সভাপতি ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম। এতে সম্মানিত অতিথি ছিলেন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখাঁর উদ্দিন পুতু। সভায় রামু উপজেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, নবিউল হক আরকান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা সাংবাদিক মীর্জা ওবাইদ রুমেল, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম, এম সেলিম প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিদেশে অবস্থান করায় শুন্যপদে যুবলীগ নেতা শাকের আহমদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব্য দিয়ে আগামী এক মাসের মধ্যে ইউনিয়ন সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন।

আলোচনা সভা শেষে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, রামু উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম চেয়ারম্যান এবং দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।