৭ সেপ্টেম্বর, ২০২৪ | ২৩ ভাদ্র, ১৪৩১ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

শিলখালীতে সাংবাদিক আতংক ছড়িয়ে কু’চক্রী মহলের ফাঁয়দা হাশিলের গুঞ্জন!

shomoy
পেকুয়ার শিলখালীতে সাংবাদিক আতংক ছড়িয়ে কু’চক্রী মহলের পাঁয়দা হাশিরের গুঞ্জন উঠেছে। এঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝেও দেখা দিয়েছে বিব্রতকর অবস্থা। স্থানীয় জারুলবুণিয়া ভেডভেডী গুরাঘোনা পাড়ায় বসবাসকারী মোঃ আবুল কাসেম ভান্ডারীর পুত্র মহিউদ্দিন জানিয়েছেন, সম্প্রতি বনায়ন উপকারভোগীরা তাদের বাগানের গাছ কেটে তাদের পছন্দ মতো জায়গায় নিতে স্থানীয় কিছু পাড়ালিয়া লোকজনের ছেলেমেয়েদের ভাড়াটে শ্রমিক হিসাবে নেয়। এসব ছেলেরা ভাড়াটে শ্রমিক হিসাবে বনায়ন উপকারভোগীদের নির্দিষ্ট স্থানে গাছ পৌঁছে দেওয়ার সময় একই এলাকার মরহুম হাজি¦ ছৈয়দ নুরের পুত্র  উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠকর্মী তাদের আটকিয়ে গাছপালাগুলো কেড়ে নেয়। এসময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ওই মাঠকর্মী তার ব্যবহৃত মোবাইল ফোনে গরীব ভাড়াটে শ্রমিকদের বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি ও ভিডিও ধারণ করে তা গণমাধ্যমে প্রকাশ ও প্রচারের হুমকি দেয়। এক পর্যায়ে প্রস্তাব দেয় তাকে ম্যানেজ বা তার কথায় সায় দেয়ার। অন্যদিকে ভাড়াটে শ্রমিকদের কাছ থেকে কেড়ে নেয়া গাছপালাগুলোও রেখে দেয়া হয় তার ব্যক্তিগত নিজ জিম্মায়। অন্য একঘটনার বিবরণে জানা গেছে যে, গতকিছু দিন আগে জারুলবুণিয়া দক্ষিজুম ভিলিজারপাড়া এলাকায় স্থানীয় প্রবাস ফেরৎ আবদুস ছালাম ও গরীব দিন মজুর রুস্তম আলী নামের দু’প্রতিবেশীর মাঝে বচসার ঘটনা ঘঠে। এনিয়ে প্রবাস ফেরৎ প্রভাবশালী আবদুস ছালামের পক্ষ হয়েও একটি চক্র রুস্তম আলীর পরিবারের বিভিন্ন বিষয়ের কথাবার্তা ও ভিডিও রেকর্ড করে তার পত্রিকা টেলিভিশনে দেখানোর হুমকি দিয়ে হাতিয়ে নেন মোটাংকের অর্থ। ফলে, এধরনের ঘটনাবলী অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এলাকার নিরহ লোকজনের মাঝে নতুন করে দেখা দিয়েছে সাংবাদিক আতংক। তবে, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.দিদারুল করিম জানিয়েছেন, উপজেলার শিলখালী ইউনিয়নে বসবাস করেন এলাকার দু’স্বনামধন্য সংবাদকর্মী। এরা হলেন, যথাক্রমে দৈনিক প্রথম আলোর চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শেখ মুহাম্মদ হানিফ ও পেকুয়া বিওজেএ’র সভাপতি প্রবীন সংবাদকর্মী এস.এম.ছগির আহমদ আজগরীর মতো দু’দক্ষ সাংবাদিক। এ-দু’জনের মাধ্যমে ঘটনার সবিস্তার খোঁজ-খবর সংগ্রহ ছাড়া কোন ধরনের সংবাদ প্রতিবেদন প্রকাশ ও প্রচার অযোক্তিক অবাস্তব অগ্রহনযোগ্য বলেই স্থানীয় অধিকাংশ সংবাদকর্মীদের ধারনা। সুতারাং সাংবাদিক বা পত্র পত্রিকায় খবর প্রকাশ প্রচার নিয়ে কু’চক্রী মহলের ফায়দা হাশিলের পাঁয়তারা অনৈতিক ও সামাজিক অপরাধ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।