১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

শিক্ষার্থীদের টিফিনের টাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্ধোধন

টিফিনের টাকা জমিয়ে স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বসালো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। জাতির জনককে ভালোবেসে কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এই প্রতিকৃতি স্থাপন করেছে । বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আজ (শনিবার ) বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিকৃতি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশের যেকোন সরকারী প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ে প্রথম বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হলো।

উখিয়ার রুমখাঁ সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের টিফিনের টাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশরাফ জাহান কাজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আকতার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোক্তার আহমেদ, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, সাধারন সম্পাদক শহিদউল্লাহ কায়সার,রুমখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সহ সহ শিক্ষক, অভিভাবক ও স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।

এসময় স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার ও মুক্তিযুদ্ধ ভিত্তিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।