১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৪ আশ্বিন, ১৪৩২ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করলো কক্সবাজার সরকারি কলেজ

বিশেষ প্রতিবেদক:

অবশেষে দুরের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করেছে কক্সবাজার সরকারি কলেজ প্রশাসন। কলেজ ছাত্রলীগের দাবির পরিপ্রেক্ষিতে উখিয়া এবং ঈদগাঁও থেকে আসা শিক্ষর্থীদের জন্য এ বাস সার্ভিস চালু করা হয়। আজ মঙ্গলবার (১ নভেম্বর) ঈদগাঁও বাস স্ট্যান্ড হতে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দীন বাস সার্ভিসের উদ্বোধন করেন।
এ সময় জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে বরাবরের মতোই ছাত্রলীগ আপোষহীন, এক্ষেত্রে এক বিন্দুও ছাড় নয়।
তিনি বলেন, জেলার প্রত্যান্ত অঞ্চল থেকে হাজার হাজার মেধাবী শিক্ষার্থীরা কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়ন করেন। অধ্যয়নরত অনেক শিক্ষার্থী অস্বচ্ছল হওয়ায় শহরের মেস বা হোষ্টেলে থেকে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়না। ফলে দুর থেকে কলেজে আসা শিক্ষার্থীরা সড়ক যোগাযোগ নিয়ে নানা বিড়ম্বনায় পড়েন। সাধারণ শিক্ষার্থীদের এ সমস্যা দুর করতে কলেজ বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে আসছিল ছাত্রলীগ। ছাত্রলীগের দাবির প্রেক্ষিতে আজ ঈদগাঁও উপজেলা থেকে বাস সার্ভিস চালু করা হয়েছে। এ জন্য আমি কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করতে সাধারণ শিক্ষার্থীদের হয়ে বাস সার্ভিস চালুর দাবি করে আসছিল ছাত্রলীগ। তাদের দাবির প্রেক্ষিতে আমরা আজ ঈদগাঁও হতে একটি বাস সার্ভিস চালু করেছি। দ্রæত উখিয়া হতেও আমরা একটি বাস সার্ভিস চালু করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক আবুল কাশেম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ইরফানুল হক হিমু, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাক, কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নুরুল আবরার সাকিব, সৈয়দ সাফাওাত সজিব, আবুল মনসুর, শাহেদুর রহমান, মোঃ আবদুল্লাহ, রবিউল শাকিব, নাজমুজ সাকিব, যায়েদ ফরহাদ, রিয়াজ উদ্দিন রানা, রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ইব্রাহিম খলিল, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগে নেতা রাহুল নিনিত, তানিম, কাজি আবদুল্লাহ, ছাত্রলীগ নেতা কাইরুল ইসলাম জিসান, সাজ্জাদ হোসেন, শামসুল আলম আরিয়ান, রিয়াজ উদ্দিন, মোঃ শাউন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।