৩০ ডিসেম্বর, ২০২৫ | ১৫ পৌষ, ১৪৩২ | ৯ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

শহরের হোটেল মোটেল জোন থেকে দালাল ও পতিতা খদ্দরসহ আটক ২৮

at
কক্সবাজার কলাতলী হোটেল মোটেল জোনে অবস্থিত ৫ টি কটেজ থেকে দালাল,  খদ্দের ও যৌনকর্মী সহ ২৮ জনকে আটক করা হয়েছে। ২৩ মার্চ বিকেল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
অভিযান চালানো কটেজ গুলো হলো, কলাতলী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত আশিকের মালিকানাধীন কম্পোট কটেজ থেকে ৪ জন, ঈসমাইলের নেতৃত্বে থাকা আমির ড্রীম কটেজ থেকে ১ জন, সী টাউন কটেজ থেকে ৩ জন, সমুদ্র বিলাস থেকে ১ জন ও মায়া কানন থেকে ১৫ জন যৌনকর্মীকে আটক করা হয়। উক্ত কটেজে নিয়ন্ত্রন থাকা ৪ জন দালাল ও খদ্দের আটক করা হয়েছে।
রাত সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের যাচাই বাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।