২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২ | ২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

লোহাগাড়ায় ৫৮টাকার পেঁয়াজ ৯২টাকা বিক্রীর দায়ে ৭মুদির দোকানকে ১৫হাজার টাকা জরিমানা

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশন এবং আধুনগর বাজারে অভিযান চালিয়ে ৭মুদির দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ৩অক্টোবর সকালে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ।

জানা যায়,ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মতে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের আলুরঘাট রোডস্হ সাহাব মিয়া সওদাগরের মুদির দোকানে ২হাজার টাকা, জসিম উদ্দিনের দোকানে ২হাজার, ফজলুল হকের দোকানে ১ হাজার, দেলোয়ার হোসেনের দোকানে ১হাজার টাকা, লোকমানের দোকানে ২হাজার রিদুয়ানের দোকানে ২হাজার এবং আধুনগর লাল মিয়া সওদাগরের দোকানে ৫হাজার টাকাসহ মোট ১৫হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ বলেন, উপজেলার বটতলী স্টেশন ও আধুনগর বাজারের ৭টি মুদির দোকানে ৫৮ টাকার ৯২টাকা বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ ৪০ধারা মোট ১৫হাজার টাকা জরিমানা করে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

অভিযানে লোহাগাড়া থানার এসআই অজয়দেব শীল,উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।