১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

লোহাগাড়ার সাংবাদিকদের সাথে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিক সম্মেলন

লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতা নিয়ে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। আজ ২৯মার্চ শুক্রবার বিকালে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনস্থ এম. রহমান মার্কেটের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খোরশেদ আলম চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, আমি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। তৃণমূল নেতা হিসেবে দল থেকে মনোনয়ন পেয়েছি, দল যাকে ভালো মনে করেছে তাকে দিয়েছে। জনগণের দাবী ও জননেত্রী শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী আমি উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছি। কিন্তু স্বতন্ত্র প্রার্থী ও তার কিছু সংখ্যক সমর্থক অপপ্রচার চালিয়ে আমার জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছেন। আমার নেতা-কর্মিদের মারপিট ও হুমকি ধামকি দিয়ে চলছেন। ভোট ছিনতাইয়ের পাঁয়তারা করছেন। অন্তত ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় জেলা নির্বাচন অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুল শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা করছেন। এতে পৃষ্ঠপোষকতা করছেন স্থানীয় এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
এছাড়াও প্রতিদ্বন্ধি প্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুল ইতোমধ্যে আমার নির্বাচনী এজন্টে, কর্মী ও সমর্থকদের কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো; মুফিজুর রহমান বলেন, নীতিবানরা ভয় করে না। নীতিতে অটল থাকে। নৌকার বিজয় নিশ্চিত জেনে কূচক্রী মহল নানান ষড়যন্ত্র করলেও নৌকার বিজয় ঠেকানো যাবে না। আর যারা দলের হয়ে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত শুরু করেছে আগামীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ তাদের বিরেিদ্ধ অবস্থান নিবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো; মুফিজুর রহমানের, সহ-সভাপতি এ্যাডভোকেট আ.ক.ম সিরাজুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ফরিদ আহমদ, অর্থ সম্পাদক মাহমদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, কার্যনির্বাহী সদস্য যথাক্রমেমুক্তিযোদ্ধা মো: জামাল উদ্দিন, সাংবাদিক নুরুল ইসলাম ও মামুন-অর রশীদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তৌহিদুল হাসান, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেলসহ স্থানীয় সংবাদিকবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।