১৫ নভেম্বর, ২০২৫ | ৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

লাঠি হাতে মোড়ে মোড়ে কক্সবাজার ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক::বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ (বৃহস্পতিবার)। এ রায়কে কেন্দ্র করে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে সকাল থেকে কক্সবাজার শহরের লাঠি হাতে মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের। বিএনপি নেতাদের হদিস না মিললেও ছাত্রলীগ বলছে, তাদের (বিএনপির) সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতেই এ অবস্থান।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সিনিয়র সহ-সভাপতি ইসমাঈল সাজ্জাদ, সহ- সভাপতি আভাষ শর্মা বিশু, সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম ও উপ-দপ্তর সম্পাদক মাইন উদ্দিনের নেতৃত্বে শহরের টেকনাপাড়ায় অবস্থান নিয়েছে নেতকর্মীরা। বাজারঘাটা এলাকায় আছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হোসাইন ইবনে মারুফ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম আজাদ বাবু’র নেতৃত্বে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।

ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড ১৫ মিনিটে দমন করবে ছাত্রলীগ। সাধারণ মানুষ যাতে তাদের প্রতিদিনের মতো যাতায়াত করতে পারে সেদিকে খেয়াল রাখছে ছাত্রলীগ।

এদিকে রায়কে ঘিরে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে তৎপর আইনশঙ্খলাবাহিনী। তারাও পুরো কক্সবাজার শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। প্রতিনিয়ত টহল দিচ্ছে পুলিশ, বিজিবি ও র‌্যাব। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

প্রসঙ্গত, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বকশীবাজারে বিশেষ জজ আদালত-৫-এ ঘোষণা করার কথা রয়েছে। এ রায়কে কেন্দ্র করে জিরো ট্রলারেন্স জারি করেছে প্রশাসন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।