২০ নভেম্বর, ২০২৫ | ৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে দুইপক্ষের গোলাগুলিতে দুই শিশুসহ গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে সন্ত্রাসীদের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে; এতে দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার কুতুপালং ৮-ডবিøউ ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ।

আহতরা হলেন- উখিয়া উপজেলার ৮-ডবিøউ ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১৯ বøকের মোহাম্মদ করিমের ছেলে ওমর ফারুক (৭) এবং আশ্রয় শিবিরটির একই বøকের বাসিন্দা মোহাম্মদ জামালের ছেলে জসিম (৬) ও মো. ইউনুসের ছেলে কলিম উল্লাহ (৩৮)।

স্থানীয়দের বরাতে ছৈয়দ হারুনুর রশীদ বলেন, সোমবার দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং ৮-ডবিøউ ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা’র ২০/২৫ জন সন্ত্রাসী অতর্কিত এলোপাতাড়ী গুলি ছুড়ে। এতে দুই শিশুসহ ৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধদের স্থানীয়রা উদ্ধার করে উখিয়ার কুতুপালং সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি কওে বলে জানান অতিরিক্ত উপ-মহাপরিদর্শক।

ছৈয়দ হারুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।